সিরাজগঞ্জে রেল প্রকল্পের জমির সঠিক মূল্য দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কালিয়া চৌধুরী মৌজার জমির মালিকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাহমুদ, হাজী আনোয়ার হোসেন মন্ডল, আব্দুল ছালাম মন্ডল পান্না, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন মন্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওলানা মুহাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বগুড়া থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু হলেও সরকার যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছে তা বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জমির মালিকরা।
তারা ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে জমির মালিকরা জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের কাছে স্মারকলিপি দাখিল করেন।
এ সময় জমির মালিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
