‘মুন্সীগঞ্জে মন্দিরের নিরাপত্তায় দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ’

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৮ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার শেষমূহুর্তের প্রস্তুতি পরিদর্শনে শহরের বিভিন্ন পূজামণ্ডপে যান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ সদর থানাধীন বাগমামুদালীপাড়া শীতলা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, পঞ্চসার শশ্মানঘাট কালী মন্দির, সার্বজনীন দেবালয় দূর্গা মন্দির, গোপপাড়া দূর্গা মন্দির ও নিরাপদ শংকর দূর্গা মন্দির-এর শেষ মূহুর্তের প্রস্তুতি পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, মুন্সীগঞ্জ জেলায় নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ ইতোমধ্যে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে এবং সে অনুযায়ী পূজা মন্দিরের নিরাপত্তায় দিনরাত কাজ করে যাচ্ছে। আমাদের এই প্রচেষ্টার পাশাপাশি পূজার আয়োজনকারীদের সজাগ থাকতে হবে এবং কোনো দুষ্কৃতিকারী গুজব ছড়ানোর মাধ্যমে কোন অপরাধ সংগঠনের চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে যাচাই ও প্রতিহত করতে হবে।

এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।