নকলায় শিক্ষার্থীদের হাতে ৫ শতাধিক ফলজ চারা বিতরণ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ‘জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার চন্দ্রকোনা ইউনিয়নের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪১৪ জন শিক্ষার্থীর হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কাওমি ও হাফেজিয়া মাদ্রাসা, ৩টি উচ্চ বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা এবং একটি কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

সময় স্বল্পতার কারণে অবশিষ্ট চারা আগামী শনিবার ও রবিবার ইউনিয়নের বাকি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।

এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. রাসেল, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে চারা বিতরণ করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণের সময় স্থানীয় স্বেচ্ছাসেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনটি ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সমাজ, দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।