নোয়াখালীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

“মেধার শীর্ষে আছে যারা, সেই মেধাবীদের সেরা তারা”—এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের মতো এবারও নোয়াখালীতে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার মোট ৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৬ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, অভিভাবকদের উপস্থিতিও ছিল উৎসাহব্যঞ্জক।

এ সময় পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মো. জাহাঙ্গীর, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহবুব, নির্বাহী পরিচালক সজিবুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো. ইউছুপ, ফখরুল ইসলাম মিলন, আব্দুল্লাহ আল-রাকীব ও হারুনুর রশিদ রুবেল।