রংপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩, আহত ১

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

রংপুর নগরীর উপকন্ঠ দমদমা এলাকায় শুক্রবার ভোরে একটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, ভোরের সময় দমদমা এলাকায় একটি পিকআপ ইউ-টার্ন নেওয়ার সময় বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় পিকআপের হেল্পার আরিফ, পীরগাছা উপজেলার সাতদরগাহ এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা ও তাদের ছেলে ওয়ালিদ স্বাধীন ঘটনাস্থলেই নিহত হন।

তাজহাট থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।