দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইল চেয়ার বিতরণ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

শনিবার সকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অনন্যা’র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। তিনি পাঁচজন প্রতিবন্ধীর মাঝে ছাগল এবং একজনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে হবে। তাদের পরিচর্যা করলে তারাও এ দেশের উন্নয়নে অংশ নিতে পারবে। আপনারা ছাগলগুলো ভালোভাবে পরিচর্যা করবেন, যেন একটি ছাগল থেকে ভবিষ্যতে দশটি ছাগল হয়।”

স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও নির্বাহী সদস্য সুবর্ণা মোস্তফা কামাল ও দেলোয়ারা বেগম শেফালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মো. তাইজুল ইসলাম। সঞ্চালনা করেন অনন্যা সংস্থার একাউন্টেন্ট আক্তার বানু।

ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, “অনন্যা সংস্থা প্রতিবন্ধী ও প্রবীণ জনগোষ্ঠীকে নিয়ে ইতিপূর্বে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। সরকারি সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতেও আমরা প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় কাজ করে যাব।”