সাটুরিয়ায় ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ৩
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকদ্রব্য ও ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন—সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো. ইনাম আলীর পুত্র মো. জহিরুল ইসলাম (২৩) ও একই গ্রামের আবদুল খালের পুত্র রাকিব হোসেন (২১)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাণ্ডারীপাড়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে সাটুরিয়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল এবং মাঝে মাঝে ঢাকা ও অন্যান্য জেলাতেও এ ব্যবসায় যুক্ত ছিল।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
