জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-কে সামনে রেখে রোহিঙ্গারা তাদের সংকট সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা নিজেদের সম্মান ও নিরাপত্তার সাথে মিয়ানমারে ফিরে যাওয়ার সুযোগ প্রদানে বিশ্ববাসীর সহযোগিতা চেয়েছেন।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে এই দাবির কথা বলা হয়। সমাবেশের আয়োজন করেছে ‘রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি’ নামের একটি সংগঠন।
সমাবেশে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যাতে মিয়ানমারে তাদের ফেরার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয় এবং মিয়ানমারের সংগঠিত গণহত্যার ন্যায়বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এছাড়া, দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
রোহিঙ্গারা আশা প্রকাশ করেন, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলন তাদের সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের পথ দেখাবে।
বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয়ে রয়েছে, যাদের অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতার কারণে পালিয়ে এসেছে।
