ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক সেমিনার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কবি বাড়ী সুমনের সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মূল বক্তা ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এ.আই. অনুরাগী এবং বাংলাদেশ বেতারের উপ-পরিচালক শেখ মহাবুল হোসেন রাজীব। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব, ভবিষ্যৎ কর্মসংস্থানের চিত্র এবং শিক্ষার্থীরা কীভাবে এই প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারে তা তুলে ধরেন।
এরপর শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম পাঁচ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীর হাতে দুপুরের খাবার এবং সম্মানী বিতরণ করা হয়।
