প্রশাসনের বিভিন্ন স্থানে আ.লীগের দোসররা অবস্থান করছে: রিজভী

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্বেও প্রশাসনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে এবং পরিকল্পিতভাবে সরকারকে নস্যাৎ করার চেষ্টা চলছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়ার কাছে বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে দেশের সকল অপকর্ম পরিচালনা করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক এবং আসাদুজ্জামান কামালের নেতৃত্বে এই “গ্যাং অব ফোর” হত্যাসহ সব ধরনের নির্দেশ দিয়েছেন।

রিজভীর অভিযোগ, শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে হত্যা করার, এমনকি প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্দেশ দিয়েছিলেন, দরকার হলে হেলিকপ্টার থেকে বোমা ফেলতে। তিনি বলেন, এটি কোনো সভ্য দেশের শাসনব্যবস্থা হতে পারে না।

তিনি আরও বলেন, দলের একজন সাধারণ কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং পত্রপত্রিকায় অপরাধীদের ছবি প্রকাশিত হলেও কেন তারা গ্রেপ্তার হচ্ছে না তা আশ্চর্যজনক।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা বালু মহাল ও ঘাট দখল করে সমাজে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং প্রশাসনের ভেতরেই আওয়ামী লীগ বসে থাকার কারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

রিজভী প্রশাসনের উদ্দেশে বলেন, এ হামলার দায় প্রশাসনকেই নিতে হবে। যদি অপরাধীদের পেছনে প্রভাবশালী কেউ থাকে এবং সে যদি বিএনপির কেউ হয়, তাহলে তাদের সঙ্গে আমরা ব্যবস্থা নেব। তবে প্রশাসন চুপ থাকলে দায় নারায়ণগঞ্জ প্রশাসনকেই নিতে হবে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা দোলন ভূঁইয়া মারাত্মকভাবে আহত হন। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহযোগী ও ভূমিদস্যু কাওসারের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে, যার ফলে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।