দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তায় বিজিবি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভিসাবিহীন অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এছাড়া তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বিজিবি জানায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় এ বছর মোট ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত টহল ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে তারা, যাতে সেখানকার বাসিন্দারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।
দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত সংক্রান্ত বিষয়াদি বিএসএফকে অবহিত করতে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প এবং একটি বেইজ ক্যাম্পের মাধ্যমে টহল কার্যক্রম চালানো হচ্ছে। এসব এলাকায় ৪৭টি পূজা মণ্ডপে (পদ্মশাখরা ২টি, ভোমরা ১টি, গাজীপুর ৬টি, ঘোনা ৩টি, বাঁকাল ৪টি, বৈকারী ১টি, কুশখালী ৩টি, তলুইগাছা ২টি, কাকডাঙ্গা ৪টি, ঝাউডাঙ্গা ১৫টি, মাদরা ১টি, হিজলদী ২টি ও চান্দুরিয়া ১টি) শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, “সর্বোচ্চ নিরাপত্তা ও সনাতন ধর্মাবলম্বীসহ উৎসবপ্রিয় জনগণ যাতে স্বস্তি ও আস্থার সঙ্গে দুর্গোৎসব পালন করতে পারেন, সেজন্য দিনরাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে প্রয়োজনে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দেওয়া যায়।
