পিকআপে লাকড়ির নিচ থেকে জিরাসহ ভারতীয় পণ্য জব্দ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৮ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিজিবি ও র্যাব কর্তৃক যৌথ অভিযানে অভিনব কায়দায় পিকআপে লাকড়ির নিচে পরিবহনের সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চকলেট, বিস্কুট এবং যানবাহনসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে ৫৫ বিজিবি এবং র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল যৌথভাবে সফল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ভারতীয় অবৈধ মালামাল পরিবহনের সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পাকা রাস্তার উপর সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক ২টি পিকআপ আটক করা হয়। পিকআপ দুটিতে (লাকড়ি) জ্বালানী কাঠ ছিল।
কাঠ সরিয়ে দুইটি পিকআপ থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অরিও বিস্কুট, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো এবং মাঞ্চ চকলেট জব্দ করা হয়। এ সময় এসব অবৈধ মালামাল পরিবহন কাজে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হয়।
জব্দকৃত যানবাহন ও পণ্যের আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকার বেশি।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধ করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে। র্যাবের সাথে যৌথ অভিযানে জ্বালানী কাঠ পরিবহনের আড়ালে লুকানো ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
জব্দকৃত সকল পণ্য, যানবাহন এবং আসামী থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছে।
