সিরাজগঞ্জে নৌকায় অনৈতিক কর্মকাণ্ড, ৫ নারী গ্রেপ্তার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চলনবিল এলাকায় নৌকায় আনন্দ ভ্রমণের নামে রাতের অন্ধকারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৫ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বর্ষা মৌসুম শুরু থেকেই উপজেলার চলনবিল ও তার শাখা বিলের বিভিন্ন স্থানে নৌকায় আনন্দ ভ্রমণের আড়ালে রাতের অন্ধকারে নৃত্য ও অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। স্থানীয় এক শ্রেণির লোকজনের ছত্রছায়ায় এ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলছিল।
স্থানীয়রা প্রতিবাদ করলেও কাজ হয়নি। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে চলনবিলের শাখা বিল বৃআঙ্গারু বিলে অভিযান চালিয়ে ৩টি নৌকা থেকে ওই ৫ নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রায় ২০–৩০ জন যুবক সাঁতরিয়ে বিল পার হয়ে যায়।
গ্রেপ্তার নারীরা ২৫ থেকে ৩০ বছর বয়সী এবং নাটোর, যশোর, খুলনা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানের বাসিন্দা। তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে, স্থানীয়রা তাদের ভাড়া করে এনে নৌকায় নৃত্যসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে রাখতেন এবং নির্ধারিত ভাড়ার টাকাও দেননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
