রংপুরে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়ায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার গ্রাম বিকাশ কেন্দ্র বাস্তবায়িত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর অর্থায়নে গঙ্গাচড়া নিউষ্টারপাড়ায় আয়োজিত মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার।
এ সময় আরও উপস্থিত ছিলেন— প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান (পিপিইপিপি-ইইউ প্রকল্প, রংপুর অঞ্চল), গ্রাম বিকাশ কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক সুদর্শন রায়, প্রোগ্রাম অফিসার (লাইভলিহুড) কৃষিবিদ মো. আসাদুজ্জামান, টিও (নিউট্রিশন) সুরাইয়া আক্তার, শাখা ব্যবস্থাপক মো. মেহেদী হাসান এবং এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন অংশগ্রহণকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
তারা জানান, এ প্রশিক্ষণ তাদের সাবলম্বী হওয়ার পথ সহজ করে দিয়েছে। প্রশিক্ষণ শেষে বাড়িতে এবং আশেপাশের আত্মীয়-স্বজনের কাপড় সেলাই করে তারা ব্যবসা শুরু করবেন। ভবিষ্যতে গঙ্গাচড়া বাজারে দোকান দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে মোট ২৫ জন অংশগ্রহণকারীর মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
