দর্শনায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা উপহার 

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার পাঁচটি দুর্গামন্দিরে প্রায় শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাব্বিুর রহমান বুলেট। এ সময় মন্দিরগুলোর সভাপতি ও সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক ও সাবেক কাউন্সিলর শরীফ উদ্দীন, সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, বিএনপির সিনিয়র নেতা আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, মমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিংকু এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য হাব্বিুর রহমান বুলেট বলেন, ‘আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব। প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শুধু উপহার সামগ্রী দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, আমি এবং আমার সহকর্মীরা নিজেরাই প্রতিটি মন্দির পরিদর্শন করবো। কোথাও কোনো অসুবিধা থাকলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের প্রথম পরিচয়। ধর্ম যার যার, উৎসব সবার। তাই দুর্গাপূজায় আমরা যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি, ঠিক তেমনি মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবেও একইভাবে সহযোগিতা করবো। বিএনপি জনগণের দল, এ দলের শক্তি হলো জনগণ। পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

‘আমরা হিন্দু মুসলিম, বৌদ্ধ  খৃষ্টান মিলেই সুন্দর একটি দর্শনা গড়তে চাই।’

এর পর কেরু'র দুর্গামাতা মন্দিরে, দর্শনা পুরাতন বাজার মন্দিরে, কালিদাসপুর মন্দিরে ও শেষে আদিবাসি মন্দিরে নতুন বস্ত্র বিতরণ করা হয়।