ভাঙ্গুড়ায় বগি লাইনচ্যুত: ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, উদ্ধার কাজ চলমান 

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিলসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। পরে সকাল আটটার দিকে রেল কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। এর দুই ঘন্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে। পথে সোমবার ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার প্রায় চার ঘণ্টা পর সকাল ৮টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় ইঞ্জিনসহ লাইনচ্যুত বগি দুটিকে পাশের সাইড লাইনে সরিয়ে নেওয়া হয়। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে রেল চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

ট্রেন চলাচল শুরুর পর বিভিন্ন স্টেশনে আটকে থাকা সিল্ক সিটি এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি দুটি এখনো সাইড লাইনে রাখা রয়েছে, এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সকাল ১০টার পর লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি দুটি সাময়িকভাবে সাইড লাইনে সরিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পারাপারের পর দুর্ঘটনাকবলিত পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি দুটি উদ্ধারের কাজ পুনরায় শুরু হবে।