পীরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন চলছে

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

এ বছর উপজেলার ৯৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, পূজামণ্ডপগুলিতে প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা ও বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব ঘিরে প্রতিটি মণ্ডপেই ভক্ত, পূণ্যার্থী ও সাধারণ মানুষের ভিড় দিন দিন বাড়ছে। পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

শানেরহাট ইউনিয়নের পুজা কমিটির সদস্য ও বিএনপি নেতা রবিন চন্দ্র বলেন, পীরগঞ্জে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসী পর্যাপ্ত সহযোগীতা করছে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সাথে জড়িতদের কঠোর হস্তে দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম, সহকারী পুলিশ সুপার নাহিদ হোসেন পীরগঞ্জের শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছেন।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম ও সহকারী পুলিশ সুপার নাহিদ হোসেন পীরগঞ্জের শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সোমবার বিকালে গণমাধ্যমকে বলেন, এখনও কোন পুজা মন্ডব পরিদর্শন করিনি। তবে পরিদর্শন করব। 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সোমবার বিকালে গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত পীরগঞ্জের সর্বত্রই শান্তিপুর্ণ ও সৌহার্দ্য পরিবেশে পুজা উদযাপন হচ্ছে। আমরাও সজাগ রয়েছি।

রংপুরের পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের পুজা মন্ডব পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম।