শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৪ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরে বিশ্ব হার্ট দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়।
শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার নেতৃত্বে র্যালিটি শেরপুর জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ডা. আহসান হাবীব হিমেল ও ডা. মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা জানান, প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগ জনিত কারণে। সময়ের সাথে সাথে মানুষের সকল অভ্যাসের পরিবর্তন আনা জরুরি। যেমন খুব ভোরে ঘুম থেকে জাগা, সচরাচর লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উপরে উঠা। গভীরভাবে একাগ্রচিত্তে শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করা। ফল ও সবজির সাথে সুষম খাবার বেশি গ্রহণ করা। তামাক জাতীয় সকল পণ্য পরিহার করা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। কোনো প্রকার সমস্যা পরিলক্ষিত হলে যতদ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া ও নিয়মিত ওষুধ সেবন করা। প্রতিদিন অন্ততপক্ষে ২৫ মিনিট হাঁটা ইত্যাদি উল্লেখ করার মতো।
এ সময় উপস্থিত ছিলেন হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম, শেরপুর প্রেস ক্লাবের সহসভাপতি শাহরিয়ার মিল্টন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, তপন সারওয়ার, আব্দুল হামিদ, নিউজ এডিশন সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন ও হোসাইন আহম্মদ মোল্লা মামুনসহ অনেকে।
