আখাউড়ায় দুর্গাপূজা পরিদর্শনে ২৫ বিজিবি অধিনায়ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৩ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পূজা মন্দির পরিদর্শন করেছেন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি আখাউড়া উপজেলার কেন্দ্রীয় মন্দির পৌর শহরের রাধামাধব আখড়া পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন।

এসময় তিনি মন্দির ঘুরে দেখেন, পুরোহিতের সাথে কথা বলেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি মন্দির কমিটির অফিস কক্ষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

মন্দির পরিদর্শন শেষে ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৩৮টি পূজা মণ্ডপ সার্বক্ষণিক টহল এবং প্রহরা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি।

তিনি বলেন, দুর্গাপূজায় বিজিবি নিরাপত্তার প্রধান দায়িত্বে (লিড রোল) রয়েছে। এখানে কোনো নিরাপত্তার ঝুঁকি নাই। সকলের মধ্যে চমৎকার মেলবন্ধন রয়েছে। যার ফলে সাধারণ জনগণ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন অতি উৎসাহের সাথে দুর্গাপূজা উদযাপন করছে। তিনি আরও বলেন বিজয়া দশমীর পরদিন পর্যন্ত বিজিবি টহল অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক প্রমুখ।