আলোকিত বাংলাদেশে সংবাদ প্রকাশ; উপহার পেলেন মানবিক এনাম
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার পেলেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত সেই মানবিক এনাম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এনামুল হককে একটি নতুন রিকশা কিনে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন সেটি এনামুল হকের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে ইউএনও বলেন, সম্প্রতি এনামুল হকের বিষয়ে জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এনামুল হকের একমাত্র চাওয়া ছিল নিজের একটি রিকশা, যাতে প্রতিদিন মালিককে জমা দিতে না হয় এবং সংসারে কিছুটা স্বস্তি আসে।
তার ইচ্ছাকে সম্মান জানিয়ে রিকশাটি হাতে পেয়ে আবেগে আপ্লুত এনামুল হক বলেন, “এই রিকশা আমার শুধু জীবিকার ভরসা নয়, মানুষের সেবা করার শক্তিও। আল্লাহ'র কাছে দোয়া করি, যেন আমি মানুষের উপকারে থাকতে পারি।”
