মহানবমী আজ, দেবীর বিদায় ঘণ্টা শুরু
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪:১৭ | অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। অষ্টমী পেরিয়ে দেবীর বিদায় ঘণ্টা শুরু হয়েছে। আগামী দশমীতে কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা।
আজকের দিনে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হবে এবং ষোড়শ উপচারে পূজা করা হবে।
মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি পালিত হয়। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা অনুষ্ঠিত হবে দেবীদুর্গার। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ হবে, যা পূজার প্রথাগত আয়োজনের অংশ।
শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে মহানবমীর পূজা সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে। নানা আচারের মধ্য দিয়ে পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। নবমী তিথিতে উৎসবের রাত শেষ হয় এবং বিদায়ের পরোয়ানা নিয়ে আসে নবমীর রাত।
অনেকেই মনে করেন, নবমীর দিন আধ্যাত্মিকতার চেয়েও লোকায়ত ভাবনায় মন বেশি প্রভাবিত থাকে।
সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি সন্ধিপূজার মধ্য দিয়ে শুরু হয়। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট মিলিয়ে মোট ৪৮ মিনিট ধরে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এই সময় দেবী চামুণ্ডার পূজা হয়।
এ সময়েই দেবী দুর্গার হাতে মহিষাসুরের বধ ঘটেছিল, যেভাবে রাম বধ করেছিলেন রাবণকে। নবমী রাতে তাই মণ্ডপে মণ্ডপে দেবীর বিদায়ের ঘণ্টা বাজে।
