দিনাজপুরে জাতীয় শিশু কন্যা দিবসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জাতীয় শিশু কন্যা দিবস ও এসএসসি-২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাউজ অফ হোপ এর দীপ্তি ফাউন্ডেশন প্রকল্পের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাউজ অফ হোপ এর দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। 

তিনি তার বক্তব্য বলেন, হাউজ অফ হোপ প্রকল্পের মিশন ভিশন যৌন নির্যাতন, পাচারকৃত শিশু ও কিশোরী, ঝুঁকিপূর্ণ, অসহায় শিশু কিশোরীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় প্রদান এবং স্ব-নির্ভরশীল হয়ে পুনরায়, পরিবার ও সমাজে পূনঃপ্রতিষ্ঠিত করার অঙ্গীকার শুনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই মহতী কাজের জন্য অভিনন্দন জানান।

সেই সাথে আজকের কন্যা শিশু দিবসে অংশগ্রহণকারী কন্যাদের সামনে দেখতে পেয়ে তিনি মনে করেন আজকের দিনের কন্যা দিবস সার্থক। আজকের দিনের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন ডিসি।

তিনি আরও পরামর্শ দেন, এই কার্যক্রমের প্রচারণা আরও বৃদ্ধি এবং প্রসারিত করতে আহ্বান জানান এবং এই মহতী কাজের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম, এম এন ডি এফ'র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, পল্লী শ্রী'র এইচ আর প্রধান শামিমা পপি, ল্যাম্ব হাসপাতালের এস্যাইমেন্ট অফিসার এনোস সরেন, ওয়ান স্টপ ক্রাইসিস -এর সহকারী রাইয়ান কবির প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের শিশু কন্যারা তাদের দলীয় গান এবং একক নৃত্য পরিবেশন করেন।