হাজীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ দাসবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সালেহ আহমেদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির স্বপন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, দাসবাড়ি পূজামন্ডপ কমিটির প্রধান নেপাল বাবু প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।