নকলায় মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন বিভাগীয় ও উপজেলা প্রশাসন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৬:০৪ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার দিবাগত রাতে তাঁরা উপজেলার অন্তত ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে যেসব পূজামণ্ডপে তাঁরা যান তার মধ্যে রয়েছে—নকলা উপজেলা কেন্দ্রীয় কালীমাতা মন্দির পূজামণ্ডপ, ২নং নকলা ইউনিয়নের ছত্রকোনা দুর্গাপূজা মণ্ডপ, উত্তর নকলা ডাকাতিয়াকান্দা দুর্গাপূজা মণ্ডপ, ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের গনপদ্দী দক্ষিণ পরি পোদ্দারবাড়ী দুর্গাপূজা মণ্ডপ, গনপদ্দী শীলবাড়ী দুর্গাপূজা মণ্ডপ এবং দক্ষিণ সাহাপাড়া দুর্গাপূজা মণ্ডপ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পূজামণ্ডপসমূহ পরিদর্শন শেষে তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর এবং সদস্য সচিব আশীষ কুমার সাহা, উপজেলা কেন্দ্রীয় কালীমাতা মন্দির পূজামণ্ডপ পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার বণিক ও সাধারণ সম্পাদক শ্রী সুরঞ্জিত কুমার বণিক, গনপদ্দী দক্ষিণ পরি পোদ্দারবাড়ী দুর্গাপূজামণ্ডপ পরিচালনা পরিষদের সভাপতি প্রবল পোদ্দারসহ সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় পূজারী ও ভক্তবৃন্দ, পুলিশ ও আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
তথ্য মতে, এ বছর পৌরসভায় ৩টি, গনপদ্দী ইউনিয়নে ৫টি, নকলা ইউনিয়নে ২টি, উরফা ইউনিয়নে ৩টি, বানেশ্বরদী ইউনিয়নে ১টি, পাঠাকাটা ইউনিয়নে ২টি, চরঅষ্টধর ইউনিয়নে ২টি এবং চন্দ্রকোনা ইউনিয়নে ২টি মণ্ডপে দুর্গাপূজা ও দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। তবে গৌড়দ্বার ও টালকী ইউনিয়নে মণ্ডপ স্থাপন না হওয়ায়, ওই এলাকার পূজারীরা নিকটস্থ সুবিধাজনক মণ্ডপে দুর্গাপূজা পালন করবেন।
২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপনী ঘটবে বলে দুর্গা পূজা সংশ্লিষ্ট পঞ্জিকা সূত্রে জানা গেছে। শাস্ত্রীয় মতে, এ বছর দেবী দুর্গা দোলায় (পালকি) চড়ে কৈলাশ পর্বতে ফিরে যাবেন।
