তাড়াইলে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা গ্রামের রবিদাস বাড়ির সামনের পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশু রাফি মিয়া (৯) উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানার এসআই মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ পানি থেকে তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী রাফি মিয়া পানিতে ডুবে মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।