ঈশ্বরগঞ্জে দুই শিক্ষকের উডব্যাজ অর্জন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলার দুই রোভার স্কাউট লিডার।

উডব্যাজ অর্জনকারীরা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলা রোভার স্কাউটস-এর সম্পাদক স্কাউটার মশিউর রহমান কাউসার এবং চরনিখলা উচ্চ বিদ্যালয়ের রোভার ইউনিট লিডার মাসুদ আহমেদ খান।

সম্প্রতি বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. শামসুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন। একই আদেশে ঈশ্বরগঞ্জের দুজনসহ মোট ৩ জনকে বাংলাদেশ স্কাউটস কর্তৃক উডব্যাজ প্রদান করা হয়েছে।

উডব্যাজ পার্চমেন্ট অর্জনকারী ঈশ্বরগঞ্জ উপজেলা রোভার স্কাউটস এর সম্পাদক স্কাউটার মশিউর রহমান কাউসার জানান, “আমরা সবসময় চেষ্টা করি ঈশ্বরগঞ্জ উপজেলা রোভারের আওতাধীন সবকটি রোভার ইউনিট এর কার্যক্রমকে গতিশীল করতে। এছাড়া রোভার ও গার্ল ইন রোভার সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

দুইজন রোভার স্কাউট লিডার উডব্যাজ পার্চমেন্ট অর্জন করায় ঈশ্বরগঞ্জ উপজেলা রোভারের কার্যক্রম আরো গতিশীলতা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।