পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পাশে জেলা বিএনপির আহ্বায়ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় দুর্গোৎসব উদযাপনে পাশে দাঁড়িয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। তার নির্দেশে উপজেলার প্রতিটি পূজা অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারা পূজামণ্ডপে উপস্থিত থেকে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করছেন। এছাড়া দলের পক্ষ থেকে বিভিন্ন পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
এদিকে, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম তার নিজ সংসদীয় এলাকা পীরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। দুর্গাপূজার শুরু থেকে তিনি ইতোমধ্যে সানেরহাট, হাজিপুর, মাদারগঞ্জ, পীরগঞ্জ উপজেলা সদর, দুরামিঠিপুর, মকিমপুর, কাঞ্চনপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা কমিটির কাছে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাইফুল ইসলাম বলেন, আমাদের একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। আমরা ভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একসাথে দেশের উন্নয়নে কাজ করতে চাই। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।
এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, আতাউর রহমান বিটুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
