জনজীবন ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মুন্সীগঞ্জে গুণীজন সম্মাননা পেলেন মু. মাসুদ রানা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২০:০৪ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই স্লোগানে সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফাউন্ডেশন কর্তৃক ‘গুণীজন’ সম্মাননা পেয়েছেন সমাজসেবক ও রাজনীতিক মু. মাসুদ রানা।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের পুরাতন কাচারি সংলগ্ন মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় এ অনুষ্ঠান আয়োজন করে জনজীবন ফাউন্ডেশন।
সংগঠন সূত্রে জানা গেছে, মু. মাসুদ রানা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। হামলা-মামলা ও দমনপীড়নের মুখেও আন্দোলন থেকে সরে আসেননি তিনি। বিশেষ করে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনসেবাকে প্রাধান্য দিয়ে তরুণদের সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত করতে অনুপ্রাণিত করার মতো অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর মো. বাছির উদ্দিন জুয়েল, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. আতিকুর রহমান টিপু, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. গোলাম আশরাফ খান উজ্জ্বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির রহমান, জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও জনজীবন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. কেএম সাইফুল্লাহ ভূইয়া, মো. তাইজুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন কাজি ও মো. আব্দুল হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক জনজীবনের নির্বাহী সম্পাদক ও জনজীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এবং সহ-সাহিত্য সম্পাদক, সাহিত্যিক মো. রেজাউল রেজোয়ান প্রমুখ।
