ভবিষ্যতে প্রযুক্তি-সোশ্যাল মিডিয়ায় অজ্ঞরা রাজনীতিতে পিছিয়ে পড়বে: জহির উদ্দিন স্বপন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যতে যারা প্রযুক্তি জ্ঞান এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না জানবে তারা রাজনীতিতে অনেক পিছিয়ে পড়বে। 

বুধবার (১ অক্টোবর) দুপুরে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এম. জহির উদ্দিন স্বপ বলেন, যে রাজনৈতিক নেতা দিনরাত পরিশ্রম করে সভা-সমাবেশ করার পর তার ওই সভা সমাবেশের তথ্যটি সঠিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পারবে না। তিনি যত বড় নেতাই হন একসময় তার রাজনীতিতে তার গুরুত্ব কমে যাবে। প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়া জ্ঞান বিহীন রাজনৈতিক কর্মীরাও এক সময় তার নিজ দলের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, অতএব নিজেকে রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে দলের কাছে বেশি বেশি গ্রহণযোগ্য করে তুলতে হলে অবশ্যই তাকে প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রয়োজনীয় জ্ঞানটুকূ অর্জন করতেই হবে। অন্যথায় দলের কাছে ওই নেতা বা কর্মীর কোন মূল্যই থাকবে না। 

বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপির নেতাকর্মীদেরকে অবশ্যই প্রযুক্তি জ্ঞান অর্জনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারে দক্ষতা অর্জন করতেই হবে।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মাকসুদ হোসেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও যুবদল নেতা মনির হোসেন মাস্টার, তরিকুল ইসলাম কাফি, জসিম উদ্দিন হাওলাদার, এস. এম. মাসুদ রানা এবং ছাত্রদল নেতা মো. আল-আমিন প্রমুখ।