বেলকুচিতে গৃহবধূর লাশ উদ্ধার, আটক ২

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরলক্ষিপুর গ্রাম থেকে গৃহবধূ আশামণির (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আশামণি ওই গ্রামের আজাদুর ইসলামের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

বেলকুচি থানার এসআই আইনুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ৪ বছর আগে কান্দাপাড়া ধুনদিয়ার গ্রামের আব্দুস সামাদের মেয়ে আশামণিকে বিয়ে করে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে আজাদুর ইসলাম। এ বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য জীবন নিয়ে অসন্তোষ চলে আসছিল এবং মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়াঝাটিও হতো। বুধবার সকালে শ্বশুরের ঘরে ওই গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা এবং এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, নিহতের মুখমণ্ডলে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।