শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ২
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২০:৫৫ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি হলেন মুসলিমবাগ এলাকার মৃত হাজী মকবুল শেখের ছেলে আব্দুল গফুর শেখ (৪১)। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
গুরুতর আহতরা হলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য নিউ পূর্বাসা এলাকার প্রভাত সিংয়ের ছেলে অজয় সিং (৪২) এবং রেলগেইট এলাকার মতিউর রহমানের ছেলে মো. তানভীর হোসেন জনি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির আলম সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
