ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশের একটি দোকানে পড়েছে। এ দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) এবং দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য এক নারীর পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের মধ্যে জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস) এবং খোদেজা (৩০) ফেনী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গুরুতর আহত মিষ্টি (১৪), নাফসি (২৬) এবং সাহাব উদ্দিন (৫৫)-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সিলোনিয়া বাজারসংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয় এবং পরে উল্টে গিয়ে একটি দোকানের ভেতরে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মূলত বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।