লাখো মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন

কক্সবাজার সমুদ্র সৈকতে সম্প্রীতির মেলবন্ধন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২০:৪৫ | অনলাইন সংস্করণ

  এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার অফিস

টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এসময় সেখানে ছিল বিষাদের সুর।

সমুদ্র সৈকত এলাকায় সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে বিকেল থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে কক্সবাজার জেলার বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে আনা হয়। পরে নৌকাযোগে সেগুলো নিয়ে যাওয়া হয় সৈকতের মাঝখানে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জন।

এসময় ভক্তদের কারও চোখে দেখা যায় অশ্রু, কারও ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা। কেউবা সমুদ্র সৈকতের পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে।

বৃহস্পতিবার থেকে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। বঙ্গোপসাগরের ঢেউও অস্বাভাবিক উঁচুতে তীরে আছড়ে পড়ছে। এই বৈরী পরিবেশেও কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল নেমেছে। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে।

বুধবার সকাল থেকে কক্সবাজারে সমুদ্র সৈকতে ঠাঁই নেই। দুর্গাপূজার চারদিনের ছুটিতে লাখো পর্যটক কক্সবাজার ঘুরতে এসেছেন। বৃহস্পতিবার বিকেলে সৈকতেই অনুষ্ঠিত হয়েছে প্রতিমা বিসর্জন উৎসব। বর্ণাঢ্য আয়োজনে এই বিসর্জন দেখতে পর্যটক ও স্থানীয়দের ভিড় ছিল লক্ষণীয়।

সৈকতে পর্যটকের নিরাপত্তার দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে চার দিনের ছুটিতে চার-পাঁচ লাখ পর্যটকের সমাগম ঘটবে। এর উল্লেখযোগ্য একটি অংশ প্রতিমা বিসর্জন উৎসব উপভোগ করেছে। প্রতিমা বিসর্জন উৎসব সুন্দর ও নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি ছিল। তাই প্রশাসন বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে কক্সবাজার উপকূল উত্তাল হয়ে পড়েছে। কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।