চট্টগ্রামে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা পুনর্নির্মাণ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২১:০৭ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের খননকাজ শেষে তিনি যে বৈঠকখানায় বিশ্রাম নিয়েছিলেন, সেটি পুনর্নির্মাণ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) এ বৈঠকখানার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় সিটি মেয়র তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণে তার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, বরুমতি খাল খনন কর্মসূচি ছিল গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও এলাকাবাসী ভোগ করছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিখার হোসেন, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সিআইপি হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনজুর আলম তালুকদার।