সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২১:২৪ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে ইসরায়েলি হামলা ও মানবিক সহায়তা বহনকারী অধিকারকর্মীদের আটক করার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালাচ্ছে। ইতোমধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে। খাদ্য, চিকিৎসা ও মৌলিক মানবাধিকার থেকে ফিলিস্তিনি জনগণকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, ভূমধ্যসাগরে ৪৪টি নৌযানের অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েল। এ অভিযানে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন বোয়ালমারীর কৃতি সন্তান, আলোকচিত্রী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলম।

সমাবেশে উপস্থিত ছিলেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্বাস আলী, পৌর জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মুশফিকুর রহমান, ফরিদপুর জেলা শিবিরের কলেজ সম্পাদক ওহিদুজ্জামান, পৌর শিবির সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক তুরাণ আহমেদসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।