নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কক্সবাজারে আলোচনা সভা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৪ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজারে “খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন, পর্যটন শিল্পের উন্নয়নে করনীয়” শীর্ষক আলোচনা সভা ও সবুজ আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের শফিক সেন্টারে ঢাকা ফ্যামিলি হেলথ্ কেয়ার মিলনায়তনে সভার আয়োজন করা হয়।
সভার সঞ্চালনা করেন মো. ইমরান খান এবং সভাপতিত্ব করেন অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ শাহীন। সভার প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।
এছাড়া হাজী মোহাম্মদ ইউনুস, আব্দুল্লাহ শাহীন, নয়ন সেলিনা প্রমুখও আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথি বাপ্পি সরদার তার বক্তব্যে দুইটি স্লোগান সামনে তুলে ধরেন। একটি হলো, “রোহিঙ্গা হটাও, কক্সবাজার বাঁচাও” এবং অন্যটি হলো, “আমেরিকা হটাও, সেন্টমার্টিন বাঁচাও।”
তিনি বলেন, কক্সবাজারে পরিকল্পিত হোটেল-মোটেল গড়ে তুলতে হবে এবং অপরিকল্পিত হোটেল-মোটেলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা প্রয়োজন। যত্রতত্র রাস্তা ও ফুটপাত দখল করে রাখা হকারদের উচ্ছেদ করে তাদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে বনভূমি ধ্বংস হয়েছে। বনভূমি রক্ষা করতে হবে, প্যারাবন রক্ষা করতে হবে, পাহাড় কর্তন এবং নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। কক্সবাজারে পরিকল্পিত সবুজায়ন নিশ্চিত করতে হবে। এ কার্যক্রমে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নয়।
সভা শেষে সবুজ আন্দোলনের জেলা কমিটির সদস্যদের পরিচিতি করানো হয় এবং সমাজে অবদান রাখা পরিবেশ রক্ষাকারী যোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়।
