নকলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৪২ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের সবকয়টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী মাহবুবা ইসলাম সায়েমা-কে দলীয়ভাবে মনোনিত করা হয়েছে।

জানা গেছে, নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।