বিশ্ব শিক্ষক দিবসে হাজীগঞ্জে আলোচনা ও র‌্যালি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২০:১৬ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’-এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলার সরকারি ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা সমূহের উদ্যোগে এই আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাদ্রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু বকর এবং গীতা পাঠ করেন উচ্চংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা পাল। 

এদিন সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর পক্ষে এ.টি.ও. মো. মিজানুর রহমান পাটোয়ারী।

সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর পক্ষে সহকারী অধ্যাপক মো. সেলিম মিয়া, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটোয়ারী, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ছালেহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাস, টংগীরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন সর্দার, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আ.ন.ম. মাহবুব এলাহী, হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি সহ উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বর্ণাঢ্য রেলীতে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বলাখাল জে এন হাই স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা আক্তার, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ পরান, রামপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার সহ হাজীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সুপার, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।