ফটিকছড়িতে আগুনে পুড়লো ৮ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৫:২৫ | অনলাইন সংস্করণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে গেছে আটটি দোকান। এতে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ফকিরহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগুনে মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের স্টিম লিডার কামাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আটটি দোকান পুড়ে যায়।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হয়েছেন তিনি।
