মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সদর উপজেলার চর মশুরা ও মধ্যচর রমজানবেগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি মামলায় তিনজনকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
