সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে কালনী এক্সপ্রেস।

এর আগে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও মোগলাবাজার থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ শুরু হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেলের ডিপোর পাশ দিয়ে যাওয়ার সময় উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট সব সংস্থা উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।