পীরগঞ্জে উপজেলা সার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

রংপুরের পীরগঞ্জে আসন্ন রবি মৌসুমে সারের সুষ্ঠু সরবরাহ ও বণ্টন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে উপজেলা সার মনিটরিং কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলার বিসিআইসি ও বিএডিসি ডিলারবৃন্দ, বেশ কয়েকজন বালাইনাশক ব্যবসায়ী, এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন রবি মৌসুমে কৃষকদের হাতে সঠিক সময়ে সার পৌঁছানো, পাচার রোধ এবং কালোবাজারি প্রতিরোধে কঠোর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের হাতে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পৌঁছানোই এখন আমাদের বড় লক্ষ্য। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষক স্বাবলম্বী হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, পরবর্তীতে কেউ সার পাচার বা কালোবাজারে বিক্রি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশও করা হবে।
এছাড়া সভায় আসন্ন মৌসুমে সার সরবরাহ পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে কেউ সার সংকট সৃষ্টি করতে না পারে এবং প্রত্যেক কৃষক সরকারি নির্ধারিত মূল্যে সার প্রাপ্তির সুযোগ পায়।
