দেবহাটায় বিএনপির নবনির্বাচিত সভাপতির মটর শোভাযাত্রা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৬ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলুর মটর শোভাযাত্রা এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় মটর শোভাযাত্রাটি কুলিয়া শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলা সদর, গাজীরহাট, সখিপুর, পারুলিয়া সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুলিয়া শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু বক্তব্য রাখেন।
তারা কুলিয়া ইউনিয়নকে মাদকমুক্ত, দালালমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে দল পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
এরপর কুলিয়া ইউনিয়ন বিএনপির অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, ওয়ার্ড সভাপতি আসাদুল ইসলাম ও ওয়ার্ড সভাপতি আরিজুল ইসলাম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ তৃণমুল পর্যায় থেকে সকলকে একত্রিত হয়ে বিএনপিকে শক্তিশালী করার আহবান জানান।
