চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা মডেল মসজিদ হলরুমে এ কর্মশালা আয়োজন করেন জেলা তথ্য অফিস।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন, ডা. ইমরান হাসিব খন্দকার।
টিকা সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা ও সমাপনী বক্তব্য রাখেন ঢাকা গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
কর্মশালায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
