জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে তাড়াইলে আলোচনা সভা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৪০ | অনলাইন সংস্করণ
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কুতুব উদ্দীন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী।
হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান অতিথি পপি খাতুন বলেন, এবারের কন্যাশিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুদের অধিকার, ক্ষমতায়ন এবং সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি বাল্যবিবাহ, বৈষম্য এবং কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধের পক্ষে জনমত তৈরি করা এবং শিশু অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিশ্রুতি জোরদার করা।
তিনি আরও বলেন, কন্যাশিশুর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও উচ্চশিক্ষায় অগ্রসর হওয়ার সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের অধিকার সুরক্ষা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা দেশের টেকসই উন্নয়নের অন্যতম শর্ত।
