অ্যান্টিভেনম দেওয়ার পরও সাপে কাটা রোগীর মৃত্যু

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৮ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলার হাইমচরে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন মো. সোহেল গাজী (২৫) নামে এক দুধ বিক্রেতা।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজারে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, সোহেল গাজী প্রতিদিনের মতো স্থানীয় এক হোটেলে দুধ দিতে গিয়েছিলেন। দুধ দিয়ে বাড়ি ফেরার পথে ঠিক তখনই পার্শ্ববর্তী ঝোপ থেকে একটি বিষধর সাপ এসে তার পায়ে কামড় দেয়। মুহূর্তের মধ্যেই তিনি ছটফট করতে থাকেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের চিকিৎসকরা সঙ্গে সঙ্গে সাপের অ্যান্টিভেনম দেন, কিন্তু তার কিছুক্ষণ পরই সোহেল গাজীর মৃত্যু হয়।

তার মৃত্যুর পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি সাপের কামড়ের পর তার পা’ রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু চিকিৎসার সময় রশি খুলে ফেলায় বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না থাকায় পরিবারকে বাইরে থেকে সংগ্রহ করতে বলা হয়। সেই দেরির কারণে নাকি ঘটে বিপর্যয়।

অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রোগীকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কিন্তু সাপটি ছিল সাত প্রজাতির বিষধর, যা প্রাণঘাতী পর্যায়ের ছিল। তাই চিকিৎসা দেওয়ার পরও বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর রোগীর আত্মীয়-স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা সৃষ্টি করে, এমনকি দায়িত্বে থাকা চিকিৎসক ও কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিকিৎসকরা বলেন সাপের কামড়ের পর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। দেরি হলে বিষ শরীরে ছড়িয়ে যায় এবং বাঁচানো কঠিন হয়ে পড়ে।