বিয়ের প্রলোভনে ধর্ষণ ও টাকা হাতিয়ে পালাল ছাত্রলীগ নেতা, অনশনে বিধবা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২১:২৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননী বিথি আক্তারকে (৩১) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু মামলা করার পরও প্রতিকার না পাওয়ায় অভিযুক্ত সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখের (৩২) বাড়ির সামনে টানা দুই দিন ধরে অনশন করছেন ভুক্তভোগী বিথি আক্তার।
স্বাধীন শেখ স্থানীয় সাঈদুল শেখের ছেলে এবং মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিথির স্বামী সাত বছর আগে মারা যাওয়ার পর থেকে তিনি তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে পিত্রালয়ে বসবাস করে আসছেন। প্রায় চার বছর আগে প্রতিবেশী স্বাধীন শেখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিথির অভিযোগ, স্বাধীন তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ চলতি বছরের ১৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে স্বাধীন শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে মধ্যপাড়া ইউনিয়নে তার পিত্রালয়ের একটি ঘরে এসে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা ঘরটি বাইরে থেকে তালা দিয়ে রাখলেও স্বাধীন শেখ কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিথি ও তার পরিবার স্বাধীন শেখের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা অস্বীকার করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়, তবে সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নেয়। মামলা করার পরও কোনো প্রতিকার না পাওয়ায় বিথি গত দুই দিন ধরে স্বাধীন শেখের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন করছেন।
ভুক্তভোগী বিথি আক্তার বলেন, “স্বাধীন শেখ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সম্পর্ক করেছে। বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নিয়েছে। এখন সে সম্পর্ক অস্বীকার করছে। তার কারণে আমার মানসম্মান নষ্ট হয়েছে—তাই তাকেই আমাকে বিয়ে করতে হবে। আমি স্ত্রীর স্বীকৃতি ও অধিকারের দাবিতে অনশন করছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্বাধীন শেখ বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
