কিশোরগঞ্জে ঘাস আনতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২১:৪৫ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ওয়াহিদ মিয়া (২১)। তিনি ওই গ্রামের মজনু মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে হালকা বৃষ্টির মধ্যে ওয়াহিদ মিয়া বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি সাখাওয়াৎ হোসেন।
