বিভিন্ন দাবিতে তাড়াইল উপজেলা বিএনপির মানববন্ধন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ

  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপন, আইন শৃঙ্খলার উন্নয়ন ও মাদক-জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে তাড়াইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন বলেন, তাড়াইল উপজেলা সদর বাজারের প্রতিটা অলিগলির অবস্থা নাজুক, পয়ঃনিষ্কাশন করে প্রতিটা অলিগলি খুব দ্রুত মেরামত করতে হবে।

প্রশাসনকে লক্ষ করে তিনি বলেন, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করে পয়ঃনিষ্কাশনের সমন্বিত উদ্যোগ নিতে হবে। রাস্তায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন, মাদক ও জুয়া বন্ধ, আইন শৃঙ্খলার উন্নয়ন করতে হবে।  

অভিভাবকদের সতর্ক করে তিনি আরও বলেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। সন্ধ্যার পরে আপনার সন্তান পড়ার টেবিলে আছে কি না সে বিষয়ে নজর দিন। তা না হলে পরিবার ও সমাজ থেকে অশান্তি এবং অপরাধ কোনোভাবেই নির্মূল করা যাবে না।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, তাড়াইল উপজেলা এখন মাদকে সয়লাব হয়ে গেছে। যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে। এর ফলে সামাজিক অপরাধ বেড়ে গেছে। দ্রুত এসব মাদক কারবারি ও মাদকের গডফাদারদের গ্রেপ্তার করতে হবে। মাদকের কারবার বন্ধ না করা হলে বুঝব এর পেছনে পুলিশের হাত রয়েছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, অবৈধভাবে জমি দখল, বালু উত্তোলন, চুরি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। সে যে দলেরই হোক, তাদের ধরে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম মুকুল, সহসভাপতি আবদুল হাই আজাদ, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, শরীফ আহমেদ আলেক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান লিটন, শফিকুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ বায়েজিদ ভুঁইয়া, দপ্তর সম্পাদক আলা উদ্দিন হীরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, যুব বিষয়ক সম্পাদক ওমর ফারুক ও ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।