চুয়াডাঙ্গায় ইজি বাইকের ধাক্কায় শিশু নিহত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৭:২৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় রায়হান (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান রোয়াকুলি গ্রামের প্রবাসী শামিম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাস্তা পার হয়ে মুদির দোকানে চিপস কিনতে যায় রায়হান উদ্দিন। চিপস কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় মুন্সিগঞ্জ থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা রাইহানকে উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
